জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস jogonnath university











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=3eypvY8jQZY

ঢাকার কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তথা নতুন ক্যাম্পাসে শেষ হয়েছে বৃত্তাকার লেক খনন ও পাড় বাঁধাইয়ের কাজ। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা। • দুই শ একরের ক্যাম্পাসের মধ্যে বৃত্তাকারে খনন করা লেকটির কাজ সমাপ্ত হওয়ার পর মনোমুগ্ধকর দৃশ্য ফুটে উঠেছে ক্যাম্পাসে। জানা যায়, খননকৃত এ লেকের প্রস্থ ৪৬ মিটার ও গভীরতা ১০ মিটার। • আর বৃত্তাকার লেকের মোট পরিধি প্রায় দুই সহস্রাধিক মিটার। • জানা যায়, গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয় ক্যাম্পাসের লেক খনন কাজ। খননকাজ শেষ হওয়ার পর শুরু হয় পাড় বাঁধাই। সম্প্রতি পাড় বাঁধাইয়ের কাজও সমাপ্ত হয়। • কাজের মেয়াদ ছিল আগামী আগস্ট পর্যন্ত। তবে, নির্ধারিত সময়ের প্রায় আড়াই মাস আগেই লেকের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউআইএডিএল জেবি। দ্রুতগতিতে কাজ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। • এদিকে লেক খনন ও পাড় বাঁধাইয়ের পর লেকের মধ্যে বয়ে যাচ্ছে জলরাশি, যা দর্শনার্থীদের নজর কাড়ছে। • • #জগন্নাথবিশ্ববিদ্যালয় নতুনক্যাম্পাস #জগন্নাথবিশ্ববিদ্যালয়নতুনক্যাম্পাস #জগন্নাথবিশ্ববিদ্যালয়ক্যাম্পাস • BrightWindow

#############################









New on site
Content Report
Youtor.org / YTube video Downloader © 2025

created by www.youtor.org