পীরেন স্নাল মাদল Piren Snal by Madol with lyric
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=LS-HyeQBjHI
পীরেন স্নাল • কথা ও সুর - মাদল • পাখির স্বভাব পাখির মত উড়বে বলে • বন পাহাড়ে উড়ে ঘুরে গাইবে বলে • লাল সে মাটির গন্ধ বুকে পুষবে বলে • সবুজ মায়ার বাঁধন অটুট রাখবে বলে • শাল বৃক্ষের মতন শিনা টান করে সে • মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে। • এই বন যে আমার মাগো আমি তারই ছেলে • অবাধ চলন বলন আমার তারই কোলে • এই বন যতদূর ঠিক তত দূর আমার বাড়ি • এই মাটিতে পোতা আছে আমার নাড়ি • সেই নাড়ি ধরে কারা যেন টান দিয়েছে • তাই রুখতে পীরেন স্নাল জান দিয়েছে। • তারা উন্নয়নের নামে দেখ দেয়াল তোলে • তারকাটাতে ভিন্ন করে মা আর ছেলে • এত দিনের জীবনবোধে হানলো কারা • মায়ের ছেলে হোস যদি রে রুখে দাঁড়া • সেই প্রাণের ডাকে প্রাণ মেলাতে ছুটে গেছে • দামাল ছেলের রক্তে মায়ের বুক ভেসেছে। • #piran_slan_by_madol
#############################