প্রথম গানেই বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায় ফারিণ Farin । Tahsan । Bijoy TV











>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=N9-rlzV17MA

#Tahsan_Rahman_Khan #Tahsan_Farin_Song #Tasnia_Farin #তাহসান_ফারিণ • গেল রোজার ঈদে দর্শকদের সামনে নতুন করে হাজির হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কণ্ঠশিল্পী হিসেবে গান করেছেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। সঙ্গে ছিলেন সংগীতশিল্পী তাহসান খান। তাদের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি প্রকাশের পর থেকে, ইউটিউব বাংলাদেশের ট্রেন্ডিংয়ের এক নম্বরে অবস্থান করছে। • শুধু তাই নয়, বৈশ্বিক ট্রেন্ডিং তালিকায়ও জায়গা করে নিয়েছে তাহসান-ফারিণের কণ্ঠে গাওয়া এ গান। সংগীতশিল্পী না হয়েও দারুণ কণ্ঠে দর্শক-ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কেউ ভাবতেও পারেনি এত ভালো গান গাইতে পারেন এই অভিনেত্রী। মূলত এই কারণেই গানটি সব ধরনের দর্শক-শ্রোতাদের পছন্দের শীর্ষে রয়েছে। • এতে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে অভিনন্দন জানিয়েছেন গায়ক তাহসান খান। ২৯ এপ্রিল নিজের ফেসবুক পেজে এ গায়ক শুধু ফারিণকেই নয়, অভিনন্দন জানিয়েছেন ইত্যাদি, হানিফ সংকেত, কবির বকুল ও ইমরান মাহমুদুলকেও। • তাহসান আরও জানান, বর্তমানে ‘গ্লোবাল টপ মিউজিক’ তালিকায় ৮১তে অবস্থান করছে ফারিণ-তাহসানের গাওয়া এ গানটি। • ‘ইত্যাদি’র জন্য ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের দ্বৈত গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়ে প্রথমবার অভিনেত্রী থেকে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ফারিণ। ছোট বেলা থেকেই গান করতেন ফারিণ, তবে সেই প্রতিভা তার প্রকাশ পেল গত রোজার ঈদে। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। • রোমান্টিক এ গান প্রকাশ্যে আসার মাত্র কয়েক দিনেই এর ভিউ এসে দাঁড়িয়েছে ৯ মিলিয়নের বেশি। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের গুণী ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেতও। • copyright © A BIJOY TV Production-2024 • সঙ্গে থাকুন বিজয় টিভির • Website: http://bijoy.tv/ • Facebook:   / bijoytvlimited   • Youtube:    / bijoytvofficial  

#############################









Content Report
Youtor.org / Youtor.org Torrents YT video Downloader © 2024

created by www.mixer.tube