প্রীতিলতা রূপে তিশার লুক প্রকাশ । Pritilata । Tisha । Bijoy TV
>> YOUR LINK HERE: ___ http://youtube.com/watch?v=uVz0jrJKz5Y
#তিশা #PritilataWaddedar #Pritilata #NusratImrozTisha #Tisha • বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন তিনি। এ খবর সবারই জানা। এবার প্রকাশ্যে এলো প্রীতিলতা রূপে তিশার লুক! • ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার। ব্রিটিশদের হাত থেকে নিজ দেশকে স্বাধীন করার জন্য উজ্জীবিত করেছেন অসংখ্য বিপ্লবীকেও। তার স্মরণে ‘ভালোবাসা প্রীতিলতা’ উপন্যাস অবলম্বনে সিনেমা নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। সরকারি অনুদানের এ সিনেমার নাম ভূমিকায় থাকবেন তিশা। বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে মনোজ প্রামাণিককে। মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করছেন কামরুজ্জামান তপু। • সিনেমাটি ঘোষণার পর থেকেই দর্শকরা প্রীতিলতা তিশাকে দেখার জন্য অপেক্ষা করছেন। অবশেষে প্রীতিলতা হয়ে দর্শকদের সামনে এলেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার। ৪৫ সেকেন্ডের ফার্স্ট লুক টিজারে বীরকন্যা প্রীতিলতা রূপে তিশাকেই দেখা গেছে । এক ঝলক দেখা গেছে মনোজকে। সিনেমাটি চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ। • সিনেমাটি প্রসঙ্গে তিশা বলেন, কিছু কিছু চরিত্র থাকে, যেগুলো অভিনয়শিল্পীর জন্য ভীষণ আগ্রহের। এমন চরিত্রের প্রস্তাব পেলে যে কেউ চোখ বন্ধ করে হ্যাঁ বলে দেবেন। প্রীতিলতা তেমনি একটি চরিত্র। এখনই চরিত্রটি নিয়ে তিনি কিছু বলতে চাইছেন না। ট্রেলার বের হওয়ার পর এ বিষয়ে আরও বলা যাবে।এদিকে মা হওয়ার পর শুটিং শুরু করেননি এই অভিনেত্রী। শুটিং না করলেও মাঝে কয়েকটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তিশা। • copyright © A BIJOY TV Production-2022 • সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে • Website: http://bijoy.tv/ • Facebook: / bijoytvlimited • Youtube: / bijoytvofficial
#############################
